Home রাজনীতি ওয়ার্ড আ’লীগ সম্পাদক থেকে জামায়াত সভাপতি

ওয়ার্ড আ’লীগ সম্পাদক থেকে জামায়াত সভাপতি

আবু হানিফ। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুমিল্লা: আগে ছিলেন আওয়ামী লীগে, আর এখন জামায়াতে। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে জামায়াতের ওয়ার্ড সভাপতি।  এ খবর কুমিল্লার তিতাসের। তবে, এ প্রসঙ্গে জামায়াত বলেছে ভিন্ন কথা।

এই নেতার নাম মো. আবু হানিফ। মজিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মজিদপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য। স্থানীয় সূত্র জানায়, আবু হানিফ মেম্বার আওয়ামী লীগ সরকারের আমলে মজিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই সময়ে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

সম্প্রতি আবু হানিফকে জামায়াতের ওয়ার্ড সভাপতি ঘোষণা করা হয়েছে। এই খবর জানাজানিতে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল মতিন এ প্রসঙ্গে বলেছেন, আবু হানিফ মেম্বার হওয়ার ১০ বছর আগে থেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি মেম্বার নির্বাচিত হওয়ার পর জোর করে তাকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয়েছে। জামায়াতের রাজনীতিতে কোনো আওয়ামী লীগ অনুপ্রবেশ করেনি।