Home Third Lead তুরস্ক এয়ার আ্যাম্বুুলেন্সে নিয়ে গেল করোনাক্রান্ত তুর্কিপরিবার

তুরস্ক এয়ার আ্যাম্বুুলেন্সে নিয়ে গেল করোনাক্রান্ত তুর্কিপরিবার

ছবি: ফেসবুক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: তুরস্ক এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে বাংলাদেশ থেকে করোনা আক্রান্ত এক তুর্কি নাগরিককে দেশে ফিরিয়ে নিল।

রবিবার তুবা আহসান নামের ওই তুর্কি নাগরিক ও তার পরিবার এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমারনবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ঢাকায় তুরস্কের দূতাবাস তাদের অফিসিয়াল ফেইসবুক পেজে জানায়, তুবা আহসান ও তার বাংলাদেশি স্বামী এবং তাদের তিন বছর বয়সী যমজ সন্তান হুমা ও জিয়াদকে তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে।

তুবা আহসান  বিয়ে করেছিল বাংলাদেশি একজন নাগরিককে। কিছুদিন আগে তুবা আহসান এবং তার পরিবারের কয়েক সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয় এবং তার শ্বশুর মারা যায়।

এক পর্যায়ে তার বড় বোন টুইট করে ।  টুইটের প্রেক্ষিতে  তুরস্ক থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠান সে দেশের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান। তুবা, তার স্বামী এবং তিন বছরের দুই জমজ কন্যা ঢাকা ত্যাগ করে।

দূতাবাস আরও জানায়, এর আগে এপ্রিলে সুইডেনে বসবাসরত ৪৭ বছর বয়সী তুর্কি নাগরিক এমরুল্লাহ গুলুসকেন করোনায় আক্রান্ত হলে সেখানে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেশে ফিরিয়ে নেয় তুরস্ক।