বিজনেসটুডে২৪ ডেস্ক
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে লাশ। ধ্বংসস্তূপ সরালেই মিলছে মৃতদেহ। ফাঁকফোকড় দিয়ে দেখা যাচ্ছে, শিশু থেকে বৃদ্ধের হাত, পা ঝুলছে। সেই মৃত্যুপুরীতেই জীবন পাওয়া গেল। তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত এলাকার ধ্বংসস্তূপ সরিয়ে একটি আট বছরের মেয়েকে জীবন্ত অবস্থায় উদ্ধার করল ভারতীয় টিম।
ন্যাশনাল ডিজাস্টার ফোর্সের ১৫২ জনের টিমকে তুরস্কের উদ্ধারকাজে পাঠিয়েছে ভারত। বৃহস্পতিবার এনডিআরএফ-এর মুখপাত্র এক ছ’বছরের মেয়েকে জীবন্ত অবস্থায় উদ্ধারের কথা জানিয়েছিলেন। ফের একটি আট বছরের মেয়েকে উদ্ধারের কথা জানানো হল।
গাজিয়ান্তেপ প্রদেশের নুরগাদি শহর ভূমিকম্পে সবচেয়ে এশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে কাজ করছে ১৫১ জনের এনডিআরএফ টিম। শুক্রবার ২০০ জনের মৃতদেহ ও দু’জনকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা গিয়েছে ওই মহল্লা থেকে। তুরস্কে মৃত্যু সংখ্যা ২২ হাজার পেরিয়ে গিয়েছে। যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।