বিজনেসটুডে২৪ প্রতিনিধি
বেনাপোল: তৃতীয় দিনের মত কর্মবিরতি পালন করেছে বেনাপোল কাস্টমস কর্মকর্তারা। এ সময় বেনাপোল বন্দর দিয়ে দুপুর ২টা পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রমসহ পণ্য পরীক্ষণ ও শুল্কায়নের কার্যক্রম বন্ধ থাকে।
বুধবার (০২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত খুলনা, যশোর, বেনাপোল কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (খুকাএভ) বেনাপোলের কর্মকর্তারা কর্মবিরতি পালন করে।
এ সময় খুকাএভের বেনাপোলের রাজস্ব অফিসার নঈম মিরন, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, সাইফুর রহমান মামুনসহ সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বেনাপোল কাস্টম হাউজে কর্মরত খুকাএভ এর সাধারণ সম্পাদক দেলোয়ার আহম্মেদ খান জানান, সারাদেশের কাস্টমস হাউসের ন্যায় বেনাপোল কাস্টম হাউসেও আমরা দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছি। যুগ্ম-কমিশনার লুৎফুল কবিরের অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।
এর আগে ঢাকা কেরানীগঞ্জের পানগাঁও কাস্টমস হাউসে যুগ্ম কমিশনার কর্তৃক রাজস্ব কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে ও দাবি আদায়ের লক্ষে সোমবার (৩০ নভেম্বর) বেনাপোল কাস্টম হাউসে খুকাএভ-এর কর্মকর্তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কলম বিরতি পালন করা হয়।
গত তিন দিনে বেনাপোল কাস্টম হাউস থেকে সরকার কয়েক কোটি টাকার রাজস্ব আদায় বঞ্চিত হয়েছে।