বিজনেসটুডে২৪ প্রতিনিধি
পঞ্চগড়: টানা ছয় দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় জবুথবু হয়ে পড়েছে সীমান্তবর্তী তেঁতুলিয়ার জনজীবন।
শীতের পারদে যেন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত অবশ হয়ে আসে পুরো শরীর। শনিবার থেকে সকালে সূর্যের আলো ছড়িয়ে পড়লেও রোদে থাকছে না কোনো উষ্ণতার পরশ। কনকনে শীত আর প্রবাহিত হিমেল হাওয়াও বইছে।
রবিবার (২০ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়া ও কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে শনিবার দেশের সর্বরিম্ন ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় কুড়িগ্রামের রাজারহাটে। আর তেঁতুলিয়ায় রেকর্ড হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, রবিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, দেশে ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে অতি শৈত্যপ্রবাহ বয়ে যায়। ৪ ডিগ্রি থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যায়। ৬ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায় এবং ৮ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
রংপুর বিভাগসহ গোপালগঞ্জ, সীতাকুন্ড, ফেনী, শ্রীমঙ্গল, পাবনা, বদলগাছী, যশোর, কুমারখালী, বরিশাল, চুয়াডাঙ্গা ও ভোলা অঞ্চলের বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।