Home অন্যান্য তেলের জন্য হাঙর হত্যা কুতুবদিয়ায়

তেলের জন্য হাঙর হত্যা কুতুবদিয়ায়

গ্রেপ্তার ৩ পাচারকারি
  • ৩৬০০ লিটার তেলসহ গ্রেপ্তার ৩

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বিপন্ন প্রজাতির হাঙর সমুদ্র থেকে ধরে এনে কুতুবদিয়ায় হত্যা করা হয় তেল সংগ্রহের জন্য। আর সেই তেল পাচার করা হয় দেশের বিভিন্ন এলাকায়। এই তেল পাচারকালে শনিবার রাতে সিনেমা প্যালেস এলাকা থেকে ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাব।

৩,৬০০ লিটার তেল উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে। গ্রেপ্তার ৩ জন হলো রাশেদ (৩২), কাজী সোয়েল (৩২) ও সাগরকে (২৭)।

র‌্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন,মিনি ট্রাকে করে হাঙর মাছের তেল নিয়ে কয়েকজন কক্সবাজার থেকে ময়মনসিংহ যাওয়ার গোপন সংবাদে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৬০০ লিটার তেল পাওয়া যায়। ট্রাকে চারজন থাকলেও একজন পালিয়ে যায়। তার নাম কাদের। কাদেরের সহায়তায় দীর্ঘদিন ধরে হাঙর মাছ হত্যার পর প্রক্রিয়াজাতের মাধ্যমে তেল সংগ্রহ এবং দেশের বিভিন্ন এলাকায় পাচার করছিল গ্রেপ্তারকৃতরা।

বিপন্ন প্রজাতির প্রাণী ধরা, হত্যা ও বিক্রির অপরাধে তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে বলেও জানান মাহমুদুল হাসান।