Home Third Lead টিসিবির জন্য ৩২৪ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার

টিসিবির জন্য ৩২৪ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার

বিজনেসটুডে২৪ ডেস্ক

পাঁচ দেশ থেকে প্রায় ১৭ লাখ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১২ হাজার ৮৫০ কোটি ৮৭ লাখ টাকা। পাঁচ দেশ হলো চীন, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া।

একই সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে আইনি পরামর্শক প্রতিষ্ঠান মিস্টার ওয়েস্ট জুনিয়রের জন্য ১৩ কোটি ১৬ লাখ ১৯ হাজার ২১৪ টাকা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি গভীর ও অগভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য তৈরি খসড়া ‘বাংলাদেশ অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্টাক (পিএসসি) ২০২৩’ অনুমোদন দেয়া হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে এ জ্বালানি তেল কিনতে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আর ‘বাংলাদেশ অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্টাক (পিএসসি)-২০২৩’ অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সভা দুটি অনুষ্ঠিত হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের জানান, বিভিন্ন দেশের ছয়টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পিটিটিটি থাইল্যান্ড, ইএনওসি আরব আমিরাত, পেট্রোচীনা চীন, বিএসপি ইন্দোনেশিয়া, পিটিএলসিএল মালয়েশিয়া ও ইউনিপেক চীন থেকে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য ১৬ লাখ ৮০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৮৫০ কোটি ৮৭ লাখ টাকা।

তিনি আরও জানান, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) কর্তৃক এলএনজিসংক্রান্ত কার্যক্রমে সহায়তার জন্য লিগ্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োজিত মিস্টার ওয়েস্ট জুনিয়রকে অ্যামেন্ডমেন্ট-১ বাবদ অতিরিক্ত ১৩ কোটি ১৬ লাখ ১৯ হাজার ২১৪ টাকা ব্যয় বৃদ্ধি করে সংশোধিত চুক্তি সম্পাদনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

টিসিবির জন্য ৩২৪ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১৫৫ লাখ লিটার তেল কিনবে সরকার। একই সঙ্গে আট হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩২৪ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা। এর মধ্যে ১৩১ কোটি ১৬ লাখ টাকা দিয়ে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এ ছাড়া ১১৭ কোটি ৭৫ লাখ টাকা দিয়ে ৭৫ লাখ লিটার রাইস ব্রান অয়েল কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি ৭৫ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকায় কেনা হবে আট হাজার টন মসুর ডাল।

অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল ১৩১ কোটি ১৬ লাখ টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে। টিসিবির জন্য ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে এই তেল কেনা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে সরাসরি ক্রয় (ডিএমপি) পদ্ধতিতে ৭৫ লাখ লিটার রাইস ব্রান অয়েল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট খরচ ধরা হয়েছে ১১৭ কোটি ৭৫ লাখ টাকা। মজুমদার প্রোডাক্টস অ্যান্ড মজুমদার ব্র্যান্ড লিমিটেড, অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেড এবং আলী ন্যাশনাল অয়েল ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছ থেকে এ তেলও টিসিবির জন্য কেনা হবে।

এ ছাড়া টিসিবির জন্য ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার টন মসুর ডাল নাবিল নাবা ফুডস লিমিটেডের কাছ থেকে কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৭৫ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকা।বিনা মূল্যের বই কিনতে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। ২০২৪ শিক্ষাবর্ষের জন্য প্রায় সাড়ে ৬ কোটি বই কিনবে সরকার।