Home অন্যান্য তৈরি পোশাক রপ্তানি চালানে ইয়াবা

তৈরি পোশাক রপ্তানি চালানে ইয়াবা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: এবার  তৈরি পোশাকের রপ্তানি চালানে পাওয়া গেল ইয়াবা। ৩টি কার্টন থেকে প্রায় ৩৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ মারুফুর রহমান জানান,  তৈরি পোশাকের চালানটি যাচ্ছিল সৌদি আরবে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিগামী চালানটি আটক করে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক)। তল্লাশি চালিয়ে চালানের ৩টি কার্টন থেকে ৩৮ হাজার ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এগুলোর বাজারমূল্য প্রায় এক কোটি ১৬ লাখ টাকা।

বিল অব এক্সপোর্ট অনুযায়ী পণ্য চালানের রপ্তানিকারক এমএস সিয়াম অ্যান্ড সমি এন্টারপ্রাইজ এবং ঠিকানা ব্যবহার করা হয়েছে খিলগাঁও, পশ্চিমপাড়া। আর আমদানিকারক হিসেবে লেখা রয়েছে সৌদি আরবের অ্যাপারিজ ইন্টারন্যাশনাল ইস্ট। ঠিকানা দেয়া হয়েছে রিয়াদের আল ওয়াজির ট্রেডিং সেন্টার।