Home অন্যান্য ত্বকের বয়স আটকে রাখে যে এসেনশিয়াল অয়েল

ত্বকের বয়স আটকে রাখে যে এসেনশিয়াল অয়েল

বিজনেসটুডে২৪ ডেস্ক

চোখের জন্য গাজর কতটা উপকারী তা ছোট থেকে বড় প্রায় সবার জানা। তবে চোখ ও হাড় ভাল রাখার পাশপাশি ত্বকের বয়স ধরে রাখতেও যে গাজর সমান কার্যকরী, তা হয়ত অনেকেই জানে না। গাজরে প্রচুর পরিমানে বিটা ক্যারোটিন নামক প্রোভিটামিন রয়েছে। এই উপাদান তাই ত্বকের বয়স ধরে রাখার জাদুকরী ক্ষমতা রয়েছে।

গাজর গাছের বীজ কে কোল্ডপ্রেস্ড করে তা থেকে যে নির্যাস তৈরি হয় তা ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে ও ত্বকের জৌলুস বাড়াতে ভীষণ কার্যকরী। আজকাল এই ক্যারট সিড এসেনশিয়াল অয়েল বেশ কয়েকটি বিউটি প্রোডাক্টসে ব্যবহারও করা হয়।

ত্বকের বয়েস বাড়তে দেয় না

নিয়মিত এই ক্যারট সিড এসেনশিয়াল অয়েল  যুক্ত বিউটি প্রোডাক্টের ব্যবহারে আপনার  ত্বকের বয়স বাড়ার গতি স্লথ হবে। একইসঙ্গে নানা কারনে ত্বকের অকাল বুড়িয়ে যাওয়া রোধ করতে এই এসেনশিয়াল অয়েল। এতে প্রচুর পরিমানে ভিটামিন রয়েছে যা বলে শেষ করা যাবে না। তবে এই সবের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি হল ভিটামিন এ  ও ভিটামিন সি। এই ভিটামিন অ্যান্টি এজিং উপকরণ হিসেবে ভীষণ কার্যকরী। অন্যদিকে ভিটামিন সি মুখের কালো ছোপ দূর করতে সাহায্য করে এবং ত্বকের অত্যন্ত আবশ্যক প্রোটিন, কোলাজেনের উত্পাদন বাড়িয়ে তোলে। এর ফলে ত্বকের স্বাস্থ্য ভাল হয়। বাড়ে ত্বকের জৌলুস।

সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকের রক্ষা করে

প্রায় প্রত্যেকদিনই সকলেই কম বেশি কিছু সময় রোদে কাটাই। এর ফলে সান ট্যান থেকে শুরু করে ক্ষতিকর অতি বেগুনি রশ্মির প্রভাবে ত্বকের অনেক সমস্যা হতে পারে। তবে নিয়মিত এই ক্যারট সিড এসেনশিয়াল অয়েল ব্যবহার করলে এটা সূর্যের ক্ষতিকারক রশ্মির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তাই আজকাল নানা রকমের সানস্ক্রিন প্রোডাক্টে এই বিশেষ এসেনশিয়াল অয়েলের ব্যবহার করা হয়।

ব্রণ-ফুঁসকুড়ি সারিয়ে ত্বক মসৃণ  করে তোলে

এই তেলে ভিটামিন ই রয়েছে। এর ফলে এটা ত্বকের নানা জ্বালা যন্ত্রণা কম করে এবং ত্বক নরম ও মসৃণ করে তোলে। এর পাশাপাশি ত্বকে জ্বালা, ব্রণ ও ফুঁসকুড়ি সৃষ্টিকারী জীবানু বা পদার্থের কারণে  ত্বকে চুলকানির মতো সমস্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কার্যকরী এই এসেনশিয়াল অয়েল।

তৈলাক্ত ত্বকের জন্যেও বেশ কার্যকরী

যাঁদের তৈলাক্ত ত্বক তাঁরা ত্বকের বাড়তি তেলের নিঃসরণ নিয়ন্ত্রণে রাখতে এই তেল ব্যবহার করতে পারেন। এর জন্য প্রথমে ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এরপর তুলোর মধ্যে এই ক্যারোট সিড অয়েল ঢেলে গোটা মুখে লাগিয়ে নিন। এতে ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে আবার আবার সিবামের নিঃসরণ নিয়ন্ত্রণে রাখবে।

ত্বকের জৌলুস বাড়াতে ক্যারট সিড এসেনশিয়াল অয়েল এভাবে ব্যবহার করলে ফল হবে দারুণ    

পাকা পেঁপের পেস্ট- ১/২ টেবিলচামচ

অ্যালোভেরা জেল- ১  টেবিলচামচ

ক্যারট সিড এসেনশিয়াল অয়েল- ২ থেকে ৩ ফোঁটা

কীভাবে তৈরি করবেন প্যাক

একটি পরিষ্কার পাত্রে সবকটি উপকরণ এক সঙ্গে মিশিয়ে নিন। পেপে ভাল করে চটকে নিন।

আর এসেনশিয়াল অয়েল ডাইলিউট করে নিন। এর জন্য সামান্য নারকেল তেল ব্যবহার করতে পারেন।

এরপর এই মিশ্রণ ভাল করে মুখে লাগিয়ে নিন। মিনিট কুড়ি মুখে লাগিয়ে রাখার পর হালকা গরম জলে মুখ ধুয়ে নিন। নরম তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।

ভাল ফল পেতে সপ্তাহে অন্তত দু’বার এই প্যাক মুখে লাগান।