Home First Lead ত্রাণ কার্যক্রম মনিটরিং-এর দায়িত্বে ৫৫ কর্মকর্তা

ত্রাণ কার্যক্রম মনিটরিং-এর দায়িত্বে ৫৫ কর্মকর্তা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সোমবার ৫৫ জন কর্মকর্তাকে দেশব্যাপী ত্রাণ কার্যক্রম মনিটরিং-এর দায়িত্ব অর্পণ করেছে।

মন্ত্রণালয় থেকে আজ এ ব্যাপারে অফিস আদেশ জারি করেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সাথে টেলিফোনে আলাপ করে ত্রাণ কার্যক্রম মনিটরিং করবেন এবং মন্ত্রণালয়ে এনডিআরআরসিতে প্রতিবেদন পেশ করবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তা জানিয়ে দেয়া হয়েছে।

দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত সচিব মো. ফয়েজুর রহমান ঢাকা বিভাগ, ড. মো. নজরুল আনোয়ার চট্টগ্রাম বিভাগ, রঞ্জিত কুমার সেন রাজশাহী বিভাগ, শাহ মোহাম্মদ নাছিম বরিশাল বিভাগ, শামীমা হক সিলেট বিভাগ, মো. আকরাম হোসেন ময়মনসিংহ বিভাগ, আলী রেজা মজিদ রংপুর বিভাগ, মো. মোয়াজ্জেম হোসেন খুলনা বিভাগ এবং রওশন আরা বেগম ঢাকা জেলা ও হারুনুর রশিদ মোল্লাকে চট্টগ্রাম জেলার ত্রাণ কার্যক্রম মনিটরিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া, যুগ্ম সচিব ও উপ-সচিব মর্যাদার অপর ৪৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে অন্যান্য জেলার ত্রাণ কার্যক্রম মনিটরিং-এর ।