Home সারাদেশ লক্ষ্মীপুরে বাংলাদেশ এলডিপির ত্রাণ

লক্ষ্মীপুরে বাংলাদেশ এলডিপির ত্রাণ

বাংলাদেশ এলডিপির উদ্যোগে লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করছেন শাহাদাত হোসেন সেলিম। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

লক্ষ্মীপুর:বাংলাদেশ এলডিপির উদ্যোগে লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে শুক্রবার (২৩ আগস্ট) ।

সোনাপুর, বাঁশঘর ও ফতেহপুর গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ এলডিপির মহাসচিব ও একাদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সেলিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।  সোনাপুর ওয়ার্ড, বাঁশঘর ও ফতেহপুসহ বেশ কয়েকটি স্থানে ত্রাণ বিতরণ করেছি। উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যাক্রমে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আমরা ইতোমধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সকল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের মাধ্যমেই প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে আমাদের সহয়তা পৌঁছে দিব।

এ সময় রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে সহায়তা করেন।

১২ দলীয় জোটের এই মুখপাত্র বলেন, টানা কয়েকদিন ভারি বর্ষণের ফলে দেশের বিভিন্ন স্থানের ন্যায় রামগঞ্জ উপজেলাও হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান পানিতে ডুবে গেছে। হাঁস-মুরগি, গরু-ছাগল ও ছোট ছোট বাচ্চাসহ সবকিছু নিয়েই মানুষ বেশি বিপদে রয়েছে। খাদ্যসামগ্রী থেকে শুরু করে ইনকাম সোর্স নিয়ে দুর্ভোগের শেষ নেই। তাদের উদ্যোশেই আজ এই ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এই সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মনোয়ার হোসেন, সদস্য সচিব মাহবুবুর রহমান ভিপি বাহার, পৌর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকোট তোফাজ্জল হোসেন বাচ্চু, সিনিয়র যুগ্ম-আহবায়ক তোফায়েল আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম পিন্টু, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য ও রামগঞ্জ পৌর ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফারজানা মজুমদার জনি, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আওরঙ্গজেব বাবলু, শাহিন আলম। আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন কানন পাটওয়ারী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদার, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মজিব মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক দুলাল হোসেন দুলাল, সিনিয়র যুগ্ম-আহবায়ক খোরশেদ রাব্বানী, লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান ভূঁইয়া, কাউছার মাল, পৌর বিএনপির সদস্য ডাক্তার আলমগীর, মো. সালাউদ্দিন, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ফয়সাল আহম্মেদ, জিহাদুল ইসলাম জিহাদ, উপজেলা যুবদল নেতা আবুর খায়ের সাগর, জেলা প্রজন্ম ৭১ এর সিনিয়র যুগ্ম-আহবায়ক সোহাগ পাটওয়ারী, উপজেলা প্রজন্ম ৭১ এর সদস্য সচিব রাছেল জিয়া, উপজেলা যুবদল নেতা আবদুর রহমান মাস্টার, বোরহান উদ্দিন, সবুজ হোসেন, এমরান হোসেন মিটু, ফারুক হোসেনসহ উপজেলা ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে আগত বিএনপির অসংখ্য নেতাকর্মী।