Home আগরতলা ত্রিপুরায় ৮২ তৃণমূল সমর্থক গ্রেপ্তার

ত্রিপুরায় ৮২ তৃণমূল সমর্থক গ্রেপ্তার

বিজনেসটুডে২৪ ডেস্ক

কলকাতা: বিজেপি শাসিত ত্রিপুরায় ২১ জুলাই শহিদ দিবস পালন করতে গিয়ে কোভিডবিধি ভঙ্গের অভিযোগে তৃণমূলের ৮২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার তীব্র নিন্দা করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক শক্তিতে ত্রিপুরায় তৃণমূল এখনও বাম-কংগ্রেসের চেয়ে অনেক পিছিয়ে তারপরও আগরতলা, ধর্মনগর, কৈলাশ শহরে তারা শহিদ দিবস পালন করেছে।

গুজরাটে তৃণমূলের একটি বড় ব্যানার সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আহমেদাবাদ শহরে লাগানো ব্যানারটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। গুজরাটিতে লেখা ছিল শহিদ দিবসের কথা। ব্যানার সরানোর জন্য বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল।

দিল্লি, উত্তরপ্রদেশ, পঞ্জাব ও তামিলনাড়ুতে অবশ্য নির্বিঘ্নে কর্মসূচি পালন করেছে । দিল্লিতে তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠানে কংগ্রেস নেতা পি চিদম্বরম, দিগ্বিজয় সিং, এনসিপি নেতা শারদ পাওয়ার, দলের সাংসদ সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব প্রমুখ উপস্থিত ছিলেন।

১৯৯৩ সালে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন ছিলেন যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী। সেই সময় ‘নো আইডি, নো ভোট’ শ্লোগান তুলে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তিনি। সেই কর্মসূচিতে পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন ১৩ জন যুব কংগ্রেস কর্মী। এরপর থেকেই ২১ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালন করেন মমতা।

কিন্তু এবছর করোনা মহামারির জেরে প্রকাশ্যে সমাবেশের ডাক দেননি তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল জনসভা করেন তিনি। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল জনসভাকে কেন্দ্র করে হই হই পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। শুধু এরাজ্যেই নয়, দেশের রাজধানী দিল্লি সহ একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভার্চুয়াল সভার বক্তব্য শোনার জন্য জায়ান্ট স্ক্রিন লাগিয়ে বসে পড়েন তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এই ভার্চুয়াল জনসভাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে কলকাতার বিভিন্ন পাড়ায় পাড়ায় শুরু হয়ে যায় তৎপরতা। জায়েন্ট স্ক্রিন লাগিয়ে মুখ্যমন্ত্রীর জনসভা জনসমক্ষে নিয়ে আসার জন্য তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। তবে তৃণমূল কংগ্রেসের ডাকা শহিদ সমাবেশকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির তরফে হেস্টিংসের দলীয় দপ্তরেও অনুরূপ একটি ভার্চুয়াল জনসভা বসে।

তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে দলের ১৭০ জনেরও বেশি নেতাকর্মী খুন হয়েছেন বলে অভিযোগ করেছেন বিজেপি নেতারা। তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই বিজেপির তরফে শহিদ স্মরণ দিবস পালন করা হয়। শুধু কলকাতাই নয় দিল্লির রাজঘাটেও শহিদ স্মরণে বসেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ একাধিক সাংসদ ও নেতারা। বিজেপির এই কর্মসূচিকে উপহাস করতে ছাড়েনি তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের একাধিক নেতা জানান, শহিদদের নিয়ে যেভাবে উপহাস শুরু করেছে বিজেপি তার নিন্দার ভাষা নেই। আসলে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে শহিদদের অপমান করতে তৎপর হয়েছে বিজেপি।