Home রেমিটেন্স যোদ্ধাদের খবর দক্ষিণ আফ্রিকায় চাঁদাবাজদের গুলিতে সেনবাগের মোস্তফা নিহত

দক্ষিণ আফ্রিকায় চাঁদাবাজদের গুলিতে সেনবাগের মোস্তফা নিহত

গোলাম মোস্তফা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

মাইজদী: সন্ত্রাসীদের চাঁদাবাজি দক্ষিণ আফ্রিকায়ও প্রকট। জীবন-জীবিকার সন্ধানে সেখানে যাওয়া সেনবাগের গোলাম মোস্তফা ( ৩৮ ) চাঁদাবাজদের গুলিতে নিহত হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ফোনে বলেছেন দেশে মা, স্ত্রী ও ছেলেদের সঙ্গে । এর কিছুক্ষণ পর সেই একদল সন্ত্রাসী তার দোকানে গিয়ে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে।  না পেয়ে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করে। ঘটনাস্থলে মারা যান তিনি।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছে। পরিবারে শোকের ছায়া নেমে আসে। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। ৪ ভাই ও ২ বোনের মধ্যে সবার ছোট ছিলেন গোলাম মোস্তফা।

গোলাম মোস্তফা নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার জয়নাল আবদিনের ছোট ছেলে।

নিহতের বড় ভাই মো. গোলাম ছারওয়ার জানান, জীবন-জীবিকার সন্ধানে গত ১০ বছর আগে আফ্রিকায় যান গোলাম মোস্তফা। পরে আফ্রিকার থাবানচু এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করে সে। ২০১৯ সালে বাড়িতে আসার পর পুনরায় ২০২০ সালের প্রথম দিকে আফ্রিকায় ফিরে যান মোস্তফা। প্রতিদিনের মতো বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন মোস্তফা। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা গুলি করে দোকানের মালামাল লুট করে নিয়ে যায়।

শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ১টার দিকে মোস্তফার মৃত্যুর বিষয়টি তার পার্শ্ববর্তী একজন আমাদের মোবাইলে জানান। লাশ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনতে তিনি সরকারের সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন।