বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: ১১ নং দক্ষিন কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইলের তত্ত্বাবধানে সোমবার (০৮ মার্চ) সকাল থেকে এলাকার আরবান সদু রোড, মুরাদ চৌধুরী বাড়ী এবং মহেশ খালের কিছু অংশে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করে সিটি কর্পোরেশনের সেবকরা।
কাউন্সিলর বলেন, মশার উপদ্রবের কারণে মানুষ সস্তিতে ঘুমাতে পারছেনা। এই মশা প্রজনন ক্ষেত্র গুলোতে মশার ঔষধ ছিটানো এবং পরিষ্কার-পরিচ্ছন্ন অবস্থা ধরে রাখতে কাজ চলমান।
তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের বাসগৃহের ময়লাগুলো নির্দিষ্ট স্থানে রাখবেন। নালায় বা খালে কোন রকম ময়লা আবর্জনা ফেলবেন না। আর রাস্তা ও গলিতে যেখানে সংস্কার ও মেরামত প্রয়োজন সেখানে আমরা অবশ্যই সংস্কার ও মেরামতের কাজ করে দেব। যেখানে সমস্যা হয় সে ব্যাপারে অবগত করার জন্য আহ্বান জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন পরিচ্ছন্ন কর্মকর্তা প্রনব কুমার শর্মা, ফরিদ আহমদ ও ফরিদুল আলম।