Home আকাশপথ দমদম বিমানবন্দরে হ্যাঙ্গারের ব্যাপক ক্ষতি

দমদম বিমানবন্দরে হ্যাঙ্গারের ব্যাপক ক্ষতি

পানিতে তলিয়ে গেছে দমদম বিমান বন্দর

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কলকাতা: বুধবারের ঝড়ে নেতাজি সুভাস বসু আন্তর্জাতিক বিমান বন্দরের দু’টি হ্যাঙ্গারের ব্যাপক ক্ষতি হয়েছে। টারম্যাক এবং রানওয়েতেও পানি।

বুধবার ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে বয়ে গিয়েছে সাইক্লোন উম্পান। বৃহস্পতিবার সকালে দেখা যায়, একটি জায়গায় বিমানবন্দরের ছাদ ধসে পড়েছে। একটি বিমান দাঁড়িয়ে আছে একহাঁটু পানিতে।

বিমানবন্দরের কর্তারা জানিয়েছেন, দু’টি হ্যাঙ্গারের এত ক্ষতি হয়েছে যে সারানো সম্ভব নয়।

ঝড়ের জন্য বৃহস্পতিবার ভোর পাঁচটা পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। এখন এয়ারপোর্টে কেবল মালবাহী বিমান ওঠানামা করছে। ২৫ মার্চ থেকে বন্ধ রয়েছে যাত্রীবাহী বিমানের উড্ডয়ন।