বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: রেল ভবনে ঢুকতে লাগবে গেট পাস। রেলভবনের কর্মকর্তা কর্মচারী ছাড়া দর্শনার্থীদের প্রতিদিন প্রবেশের ভিত্তিতে পাস ইস্যু করতে হবে। যে তারিখে পাস দেয়া হবে সেই পাস দিয়ে পরদিন প্রবেশ করতে পারবে না। বেলা ১২টার পর রেলভবনে প্রবেশের অনুমতি পাবে।
মন্ত্রী,সচিব, মহাপরিচালকের একান্ত সচিব প্রতিদিন ১০ টি দর্শনার্থী গেট পাস ইস্যু করতে পারবে। যুগ্মসচিব বা তার উপরের কর্মকর্তারা দৈনিক ৫টি পাস এবং অতিরিক্ত মহাপরিচালক ডেইলি ৫টা গেট পাস দিতে পারবেন। দর্শনার্থীদের তথ্য লিপিবদ্ধ করার জন্য অভ্যর্থনায় একটি আধুনিক ব্যবস্থা চালু রাখা এবং দর্শনার্থীদের নাম, পদবি, ঠিকানাসহ সার্বিক তথ্য লিপিবদ্ধ করার পর প্রবেশের অনুমতি পাবে।
রবিবার (০৮ অক্টোবর) থেকে রেলপথ মন্ত্রণালয়ে প্রবেশে অফিস আদেশ জারি করা হয়েছে। প্রশাসন-১ শাখার উপসচিব মুহাম্মদ আব্দুস সালাম গত ৪ নভেম্বর এ আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, রেলওয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং কার্যপোযোগী পরিবেশ নিশ্চিত করতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রেলভবনে দর্শনার্থী বা তাদের গাড়ি প্রবেশে বেশ কিছু নিয়মাবলি প্রযোজ্য।
রেলপথ মন্ত্রণালয়ের সভা/সেমিনারসহ অন্য কোনো অনুষ্ঠানে যোগদানে জন্য রেল কর্তৃপক্ষের দেয়া নোটিশ বা দাওয়াতপত্র পাস হিসেবে গণ্য হবে।