Home শেয়ারবাজার দর বেড়েছে জিবিবি পাওয়ারের

দর বেড়েছে জিবিবি পাওয়ারের

বিজনেসটুডে২৪ ডেস্ক

দেশের শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সর্বোচ্চ দর বেড়েছে জিবিবি পাওয়ারের। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৩ শতাংশ বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জিবিবি পাওয়ারের শেয়ার সর্বশেষ ২৪ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে।

আমান কটন দর বৃদ্ধির তালিকায় ডিএসইতে দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১০ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৩০ টাকা ৯০ পয়সায় বেচাকেনা হয়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৩২ টাকা ২০ পয়সায় বেচাকেনা হয়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- রবি আজিয়াটা, তাওফিকা ফুড, ইসলামিক ফাইন্যান্স, মেঘনা পেট্রোলিয়াম, রেকিট বেনকিজার, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রানার অটোমোবাইলস লিমিটেড।