পটুয়াখালী থেকে সংবাদদাতা: পটুয়াখালীর দশমিনায় পৃথক ঘটনায় ডোবা ও পুকুরের পানিতে ডুবে আরমান (২) ও ইয়াসিন (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার উপজেলার সদর ইউনিয়নের দশমিনা গ্রামে ও আলীপুরা ইউনিয়নের পূর্ব আলীপুরা গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দশমিনা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড দশমিনা গ্রামের মামুন চৌকিদারের দুই বছরের শিশুপুত্র আরমান সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে ডোবার পানিতে পড়ে ডুবে যায়। পরে খোঁজাখুজি করে ডোবার পানি থেকে ভাসমান অবস্থায় আরমানকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিঠুন চন্দ্র হাওলাদার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, সকাল ১০টার দিকে উপজেলার আলীপুরা ইউনিয়নের পূর্ব আলীপুরা গ্রামের মো. ছগীরের দুই বছরের ছেলে ইয়াসিন পরিবারের সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিঠুন চন্দ্র হাওলাদার শিশুটিকে মৃত ঘোষণা করেন।