Home Second Lead বিজিবির বাধায় সীমান্তে পিছু হটল বিএসএফ

বিজিবির বাধায় সীমান্তে পিছু হটল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শুন্য রেখায় আবারও কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণ করতে গেলে বিজিবির বাধার মুখে নির্মাণ কাজ বন্ধ করে দেয় বিএসএফ। ছবি : সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, লালমনিরহাট: পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে সীমান্ত আইন লঙ্ঘন করে শুন্য রেখায় আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিজিবি। এরপর বিজিবির বাধার মুখে বেড়া নির্মাণের কাজ বন্ধ করে দেয় বিএসএফ। এ নিয়ে এখন সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সোমবার (১৭ মার্চ) সকাল থেকে ভারত–বাংলাদেশ সীমান্তের (প্রধান ডিএএমপি পিলার ৪২ বাই ৪৮নং উপ-পিলার) দহগ্রাম সর্দারপাড়া এলাকায়   শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবে লোহার খুঁটি স্থাপন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয় বল জানায় স্থানীয়রা।

ভারতের পশ্চিমবঙ্গ বিএসএফ-৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যদের সহায়তায় এই বেড়া নির্মাণের কাজ শুরু করা হয়। স্থানীয়রা বিষয়টি দেখে বিজিবিকে জানালে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তারা কাজ বন্ধ করে দেয়।

বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ করতে বলেছি। তারা কাজ বন্ধ করেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত আছে।