বিজনেসটুডে২৪ ডেস্ক
টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন রবিবার ভোররাতে গ্রেপ্তার হয়েছেন শ্রীলংকার ক্রিকেটার দানুষ্কা গুণতিলাকা। এদিন অস্ট্রেলিয়ার সিডনির একটি হোটেল থেকে দানুষ্কাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছে পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ব ক্রিকেট মহলে। ইতিমধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার -১২ থেকে ছিটকে গিয়েছে শ্রীলংকা। এবার ফের আরও একটা বড় ধাক্কা খেল এশিয়ার এই দলটি।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেই ২৯ বছরের ওই মহিলার সঙ্গে ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় শ্রীলংকার ক্রিকেটার দানুষ্কা গুণতিলাকার (Danushka Gunathilaka) । তারপর তারা দুজনে দেখাও করেন একাধিকবার। জানা যাচ্ছে, ধর্ষণের ঘটনাটি ঘটেছে কয়েক দিন আগে। সেটি শ্রীলঙ্কা দল যে হোটেলে ছিল, সেখানে হয়নি। ঘটনাটি ঘটেছে একটি বাড়িতে। গত ২ নভেম্বর মহিলা নিউ সাউথ ওয়েলস থানায় দানুষ্কার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে নিউ সাউথ ওয়েলস থানার পুলিশ রবিবার ভোর রাতে সিডনির সাসেক্স স্ট্রিটের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে দানুষ্কাকে। গ্রেপ্তারের পর তাঁকে নিরাপত্তার স্বার্থে নিয়ে যাওয়া হয়েছে সিডনি সিটি থানায়। রবিবার তাঁকে স্থানীয় আদালতে তোলা হবে।
টি টোয়েন্টি সুপার ১২ পর্বে শ্রীলঙ্কার বিশ্বকাপ অভিযানে দানুষ্কা গুণতিলাকা কোনও ভূমিকাই পালন করেননি। শ্রীলংকার এই তারকা ব্যাটার প্রথম রাউন্ডে শোপিস ইভেন্ট থেকে বাদ পড়েছিলেন। হ্যামস্ট্রিং-এ চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম এগারোয় সুযোগ পায়নি। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা দেওয়া হলেও, আহত ব্যাটার অস্ট্রেলিয়া দলের সঙ্গেই রয়ে গেছেন। শ্রীলঙ্কা দল বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে রবিবার ভোরে দেশে ফেরার জন্য রওনা হয়েছে। গুণতিলাকাকে ছাড়াই বাকি দল কলম্বোর বিমান ধরেছে।
দানুষ্কা গুণতিলাকা শ্রীলংকার হয়ে ৮টি টেস্ট, ৪৭টি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) এবং ৪৬টি টি-টোয়েন্টি খেলেছেন। ৩১ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৫ সালে আর. প্রেমাদাসা স্টেডিয়ামে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। আইসিসি ইভেন্টের সুপার ১২ পর্বে প্রাক্তন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।