বিজনেসটুডে২৪ ডেস্ক: দাবানলে ছারখার ক্যালিফোর্নিয়া । যেদিকে চোখ যায় কেবল ধ্বংসের ছবি। জানা যাচ্ছে, সেখানে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আগুন নেভাতে পর্যাপ্ত পানি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ফলে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। কার্যত শ্মশানের রূপ নিয়েছে ক্যালিফোর্নিয়া । মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জন। তবে অসমর্থিত সূত্রে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
গত মঙ্গলবার প্রথম সান্টা মনিকা ও মালিবুর মধ্যবর্তী অন্তত ১,২৬২ একর জমি দাবানলে জ্বলতে শুরু করে। দাবানলের গ্রাসে একাধিক হলিউড (Hollywood) তারকার বাড়িও। জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিনস, ম্যান্ডি মুরেরদের লস এঞ্জেলসের বাড়ি চলে গিয়েছে দাবানলের গ্রাসে। আতঙ্কে রয়েছেন সবাই। সূত্রের খবর, অন্তত ১০ হাজার বাড়ি পুড়ে গিয়েছে। সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আগুনে কমপক্ষে ২০ হাজার একর পুড়ে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে প্রশাসন।