বিজনেসটুডে২৪ ডেস্ক:রলস এঞ্জেলসের পর এবার দাবানলের গ্রাসে দক্ষিণ কোরিয়া। সেখানকার ছবি অত্যন্ত ভয়াবহ। পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল। ক্রমশ ছড়াচ্ছে আগুন। ইতিমধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। ঘরছাড়া প্মারায় ৬০০ মানুষ। তাঁদের অন্যত্র সরানো হয়েছে। ১২ টি হেলিকপ্টার থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে।
গত শুক্রবার রাজধানী সিওল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গিয়ংসাং প্রদেশের সানচেংয়ে প্রথম আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে ছড়াচ্ছে আগুন। এখনও পর্যন্ত ৭ হাজার হেক্টরেরও বেশি জমি পুড়ে গেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রণালয়।
শনিবার উত্তর গিয়ংসাং প্রদেশের ইউইসিয়ং, উলসান শহরের উলজু এলাকা এবং দক্ষিণ গিয়ংসাংয়ের গিমহেতেও দাবানল ছড়িয়ে পড়ে। কখনও শুষ্ক আবহাওয়া, আবার কখনও হাওয়ার দাপট থাকায় আগুন নেভাতে বেশ বেগ হতে হচ্ছে দমকলকর্মীদের।
আগুন নেভাতে গিয়ে ৪ দমকলকর্মীর মৃত্যু হয়েছে। তবে এরকম দাবানল দক্ষিণ কোরিয়ায় নতুন কিছু নয় বলে মনে করছেন পরিবেশবিদরা।