চট্টগ্রামের হাটহাজারী থানার অন্তগত ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের আওয়াতাধীন বড়দিঘি পাড়স্থ দামুয়া পুকুর খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চ ও এলাকাবাসী। বুধবার (১০ ফেব্রয়ারি) সকালে দামুয়া পুকুর খেলার মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, কিছু প্রভাবশালী ব্যাক্তি এ মাঠ দখল নিতে মরিয়া হয়ে উঠছে। তারা খেলার মাঠ দখল করে বাণিজ্যক প্রতিষ্ঠান গড়ে তোলার পায়তারা করছে। মাদক, অসমাজিক কাজ থেকে শিশু ও যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার জন্য মাঠ উম্মুক্ত রাখতে হবে। কোন অবস্থাথাতে মাঠ দখলবাজদের হাতে তুলে দেওয়া যাবে না। মাঠ রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করছেন তারা। বক্ত্যরা আরো বলেন
১২ নং চিকনদন্ডীর ইউনিয়নের পরিচালনায় দীর্ঘ ৫০ বছর ধরে বড়দিঘীর পাড় খেলোয়াড সমিতি, আরন্য ক্লাব ও একতা সংঘ সুস্থ মানসিকতা বিকাশে সুন্দর জীবন গঠনের লক্ষে বিভিন্ন খেলাধূলার আয়োজন করে আসছে এ মাঠে। প্রতিদিন বিভিন্ন খেলায় প্রাণচঞ্চল থাকে শিশু কিশোর ও যুবকরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সালমান চৌধুরী দ্বিপ্ত,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনোয়ার, মহানগর ছাত্রলীগের সদস্য গাজী মো আক্কাস,১ নং দক্ষিণ পাহাড়তলী যুবলীগের সহ সভাপতি আহমেদ নুর, ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী মো মহীউদ্দীন, প্রচার সম্পাদক মেহেদী হাসান বাবু,বায়েজিদ থানা সভাপতি সাইদুল আনোয়ার , কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক শেখ ফজলুল আহমেদ,বায়েজিদ থানা প্রচার সম্পাদক তুষার আহমেদ ,১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন, ১নং পাহাড়তলী ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মো আরাফাত ও ১নং দক্ষিন পাহাড়তলী ওয়ার্ডও২ নং চিকনদন্ডীর ইউনিয়নের ছাত্রলীগসহ এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।