আব্দুস সাত্তার, দিনাজপুর থেকে: উত্তরের জনপদের জেলা দিনাজপুরে জেকে বসেছে তীব্র শীত। সেই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আজ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস । আজ জেলার বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে।
পশ্চিয়া বায়ু ও উত্তরের হিমেল বাতাসে তাপমাত্রা কমতে শুরু করেছে। সারাদিন মেলেনি সূর্যের দেখা। শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে নিম্নআয়ের মানুষের বেড়েছে ভোগান্তি। শীতের কারণে কাজ না পেয়ে অসহায় হয়ে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ।
জ্বর, সর্দি,-কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট সহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশুসহ বয়স্করাও।
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন বিজনেজ টুডে নিউজ ২৪ কে জানান আজ ২৩ জানুয়ারি দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৭ শতাংশ।