Home জাতীয় দিনে ৫০০ নমুনা পরীক্ষা হবে চট্টগ্রামে: তথ্যমন্ত্রী

দিনে ৫০০ নমুনা পরীক্ষা হবে চট্টগ্রামে: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম: আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মানুষের জীবন রক্ষার পাশাপাশি সকারকে মানুষের জীবিকাকেও রক্ষা করতে হয়। সেই কারণে জীবন ও জীবিকা দুটোই রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নানাবিদ পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকেই নানাবিদ পদক্ষেপ গ্রহণ করেছে প্রধানমন্ত্রী। সেই পদক্ষেপগুলো গ্রহণ করার কারণেই পৃথিবীর অনেক দেশের তুলনায় আমাদের দেশের পরিস্থিতি এখনো অনেকটা ভালো। তাই বলে সরকার বসে নেই। কারণ আপনারা দেখতে পাচ্ছেন সংক্রমণ বাড়ছে। এবং যেকোন পরিস্থিতি তৈরী হতে পারে। সেজন্য আমরা সবার সহযোগীতা নিয়ে কাজ করছি।

করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরেকটি করোনা পরীক্ষার ল্যাব চালুর চেষ্টা চলছে। সেটা হলে চট্টগ্রামে প্রতিদিন ৫শ’ নমুনা পরীক্ষা করা সম্ভব হবে।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে জনপ্রতিনিধি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে জেলা প্রশাসনের আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রামের হলি ক্রিসেন্ট হাসপাতাল কোন ব্যবস্থাপনায় পরিচালনা করা হবে সেটি নিয়ে সিদ্ধান্তহীনতা দূর করে এটিকে সরকারি ব্যস্থাপনাতে চালু করার সিদ্ধান্ত  হয়েছে। তা স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়ে অন্যান্য আনুষাঙ্গিক কাজ যতদ্রুত সম্ভব শেষ করা হবে।

তিনি বলেন, জীবন রক্ষা করতে গেলে জীবিকা রক্ষা প্রয়োজন। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সবকিছু বিবেচনা করে আগামী ১০ মে থেকে দোকানপাট সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত সীমিত আকারে খোলার পাশাপাশি স্বাস্থ্যসুরক্ষা মেনে চলার নির্দেশনা দিয়েছে সরকার।

মসজিদ ও মার্কেট খুলে দেয়ায় সংক্রমণ বাড়বে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সবাই সম্মিলিতভাবে মানুষকে সচেতন করতে পারলে এই চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে।

করোনা সঙ্কটে চট্টগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিনের সঞ্চালনায় সমন্বয় সভায় আরো বক্তব্য রাখেন ওয়াসিকা আয়োশা খানম এমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, বিভাগীয় কমিশনার এবিএম আজাদ,  চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, ডিসি মো. ইলিয়াস হোসেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির ও সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।