বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারতের বিভিন্ন রাজ্যে করোনা বাড়তে শুরু করার কারণে দিল্লিতে হোলি, শবেবরাত ও নবরাত্রি উৎসবে গণজমায়েত নিষিদ্ধ করেছে সরকার। দিল্লির সব বিমানবন্দর, রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে করোনার নমুনার পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বিশেষজ্ঞরা ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন। কয়েক মাস ধরে উল্লেখযোগ্য হারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে যাওয়ার পর আবারো ভারতের বিভিন্ন রাজ্যে তা বাড়তে শুরু করেছে। ফেব্রুয়ারি মাসে দেশটিতে আক্রান্তের সংখ্যায় ঊর্ধ্বগামিতা দেখা যায়।
এদিকে বিশ্বে একদিনে করোনায় ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ব্রাজিলে মারা গেছে সর্বোচ্চ ৩ হাজার ১৫৮ জন। যা দেশটির এ যাবতকালের সর্বোচ্চ প্রাণহানি। যুক্তরাষ্ট্রে ৯৩৬ জনের প্রাণ গেছে। বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ২৭ লাখ ৪৫ হাজার। নতুন পৌনে ৫ লাখ রোগীসহ ও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২ কোটি ৪৭ লাখের বেশি।