দিল্লি:ভোট গ্রহণ শুরু হয়েছে আজ শনিবার দিল্লিতে। ফলাফল জানা যাবে ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার।
অরবিন্দ কেজরিওয়াল বনাম নরেন্দ্র মোদী-অমিত শাহ। গত পাঁচ বছরে জল, বিদ্যুৎ ফ্রি করে দেওয়ার মতো পদক্ষেপ বনাম কেন্দ্রের উন্নয়ন। আরও একবার আম আদমি পার্টি নাকি এবার বিজেপি। এই সব প্রশ্ন নিয়েই শুরু হয়েছে দিল্লির ভোটগ্রহণ।
পর্যবেক্ষকদের মতে, তীব্র মেরুকরণের আবহেই এবার ভোট হচ্ছে দিল্লিতে। এবং এই মেরুকরণের পারদ চড়িয়েছে বিজেপি-ই। পাল্টা গত পাঁচ বছরে তাঁর সরকার কী কী কাজ করেছে সেটাকেই প্রচারে হাতিয়ার করেছেন অরবিন্দ কেজরিওয়াল। একদিকে শাহিনবাগ, অন্যদিকে জামিয়া মিলিয়া জমায়েত—এর মাঝেই লাইনে দাঁড়িয়েছেন দিল্লির মানুষ।
কেন্দ্র শাসিত দিল্লির মোট আসন ৭০টি। গতবার অরবিন্দ কেজরিওয়াল তথা আপের সামনে দাঁড়াতে পারেনি কোনও দলই। কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছিল কংগ্রেস, বিজেপি। একাই ৬৭টি আসন নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন কেজরি। কিন্তু এবার?
দিল্লি দখলে মরিয়া গেরুয়া শিবির। অনেকে বলেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভোট মিটলেই পরের ভোটের প্রস্তুতি শুরু করে দেন। বিজেপিও খানিকটা তেমনই। তাঁদের অভিধানে বসে থাকা নেই। তাই লোকসভা ভোটের দু’মাসের মধ্যেই দিল্লির বিধানসভা ভোটের নির্বাচনী সংগঠন গোছানোর কাজ শুরু করে দিয়েছিলেন অমিত শাহ, জগৎপ্রকাশ নাড্ডারা।
বিজনেসটুডে২৪ ডেস্ক