Home Third Lead দিল্লিতে ৪৯ ডিগ্রি তাপমাত্রা, বাইরে যাওয়া বারণ

দিল্লিতে ৪৯ ডিগ্রি তাপমাত্রা, বাইরে যাওয়া বারণ

দিল্লি: প্রচণ্ড তাপপ্রবাহ শুরু হয়ে গেছে ভারতের রাজধানী দিল্লিতে। গত কয়েকদিন ধরেই দিল্লিতে গরম বাড়ছিল। বেলা গড়ালেই গরম শুষ্ক হাওয়ায় হাঁসফাঁস করছিলেন লোকজন। হাওয়া অফিস জানিয়েছে, সব রেকর্ড ভেঙে সোমবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেছে ৪৯ ডিগ্রিতে। এ মরসুমের উষ্ণতম দিন। একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরতে বারণ করা হয়েছে। জারি হয়েছে কমলা সতর্কতা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরপশ্চিম দিল্লি ও দক্ষিণপশ্চিম দিল্লির নজফগড়ে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৯.২ ও ৪৯.১ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবারই জাফরপুর আবহাওয়া স্টেশনে সর্বোচ্চ তাপমাত্রা ধরা পড়েছিল ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং মুঙ্গেশপুর আবহাওয়া স্টেশনে সর্বোচ্চ তাপমাত্রা ধরা পড়েছে ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সফদরগঞ্জের তাপমাত্রা এখনই ৪৫ ডিগ্রির বেশি। তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

NASA detects 'Heat Islands' in extreme Indian heatwave as Delhi records 49 degrees

দক্ষিণে কেরলে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। এদিকে উত্তর-পশ্চিম ভারতে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। তাপমাত্রা আরও বাড়তে পারে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা এবং পশ্চিম রাজস্থানে। গত কয়েক সপ্তাহ ধরে উষ্ণতম গ্রীষ্মকাল দেখছে ভারত। মৌসম ভবন জানিয়েছে, গত ১২২ বছরে এমন গরম পড়েনি দেশে। গত এপ্রিলে দেশের গড় তাপমাত্রা ছিল ৩৭.৭৮ ডিগ্রি সেলসিয়াস। এ বছর এপ্রিল থেকেই গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। মারাত্মক এই গরমের জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন আবহবিদরা।

গত দু’মাসে রাজধানী দিল্লিতে স্বাভাবিকের তুলনায় অনেকটা কম বৃষ্টি হয়েছে। ফলে ভূপৃষ্ঠের জলের স্তর আরও নেমে গেছে। রাজধানীর বিস্তীর্ণ অঞ্চলে জলের আকাল আরও প্রবল হয়েছে। ট্যাঙ্কে করে জল সরবরাহ করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে প্রশাসন।