Home Third Lead দিল্লির ভোটে আপের ঝাড়ু-ঝড় আবারও

দিল্লির ভোটে আপের ঝাড়ু-ঝড় আবারও

ছবি: সংগৃহীত

নয়াদিল্লি: ভোট গণনা শুরু হয়েছে। দিল্লির প্রায় অনেকাংশেই এগিয়ে আম আদমি পার্টি।

৮:৪৫ মিনিট পর্যন্ত ৫৩ আসনে এগিয়ে AAP, ১৬ আসনে এগিয়ে বিজেপি এবং ১টি আসনে কংগ্রেস। নয়াদিল্লি কেন্দ্র থেকে এগিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

গত বিধানসভা ভোটে (২০১৫ সালে) দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬৭টিতেই জিতেছিল (আপ)। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটের নিরিখে চিত্রটা একদম উলটো। ৭০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬৫টিতে এগিয়ে ছিল বিজেপি। পাঁচটিতে কংগ্রেস। আপ একটিতেও নয়। লোকসভার সাতটি আসনের সাতটিতেই জেতে বিজেপি। ২০১৪ সালের লোকসভা ভোট, যে ভোটে জিতে প্রথম বার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী, সেই ভোটেও বিজেপি দিল্লিতে সাতে সাত জিতেছিল। কিন্তু পরের বছরই বিধানসভা ভোটে আপ স্রোতে ভেসে গিয়েছিল বিজেপি।

বিজনেসটুডে২৪ ডেস্ক