Home সারাদেশ দীঘিনালায় পণ্য বিপণন মনিটরিং কমিটির মতবিনিময়

দীঘিনালায় পণ্য বিপণন মনিটরিং কমিটির মতবিনিময়

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

খাগড়াছড়ি: শনিবার  দীঘিনালায় উপজেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যারিফ কমিশন’র সদস্য ও যুগ্ম সচিব শাহ মো. আবুরায়হান আলবেরুনী। তিনি বলেন, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন সরকারকে কৌশলগত পরামর্শ প্রদানের মাধ্যমে শুল্কহার যৌক্তিকীকরণ, দেশীয় শিল্পের ন্যায়সঙ্গত স্বার্থ সংরক্ষণ, দ্বি-পাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক চুক্তির আওতায় দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ, নিয়মিত বাজার পরীবিক্ষণের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখার ক্ষেত্রে সরকারকে সহযোগিতা প্রদান করে আসছে। বহির্বিশ্বে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার ও অবাধ সেবা-বাণিজ্য নিশ্চিতকল্পে কর্মপন্থা প্রণয়নে কমিশন সরকারকে অব্যাহত সহায়তা দিয়ে যাচ্ছে।

সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা। উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।