Home আইন-আদালত দীঘিনালার ইটভাটা মালিকরা বেপরোয়া, ৪টিকে অর্থদণ্ড

দীঘিনালার ইটভাটা মালিকরা বেপরোয়া, ৪টিকে অর্থদণ্ড

দীঘিনালায় অভিযান ভ্রাম্যমাণ আদালতের
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
খাগড়াছড়ি: দফায় দফায় অভিযান সত্ত্বেও দীঘিনালার ইটভাটা মালিকরা যেন বেপরোয়া। কৃষি জমির টপ সয়েল ব্যবহার এবং জ্বালানি হিসেবে বন উজাড় করা কাঠ পোড়ানো বন্ধ হয়নি। ভ্রাম্যমাণ আদালত শনিবার সকালে ৪ ভাটা মালিককে জরিমানা করেছেন।
 ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাদেরকে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ফাহমিদা মুস্তফা।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানান, দীঘিনালায় ইট প্রস্তুত হচ্ছে এমন চারটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে প্রতিটি ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন,২০১৩ এর ধারা ৪, ৫ ও ৬ ধারার লংঘন দেখা যায়। এ কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)  আইন,২০১৩ এর ১৪,১৫ এবং ১৬ ধারা মতে এডিবি ব্রিক ফিল্ডের লুতফুর রহমান ৮০ হাজার টাকা, কেবিএম-১’র পক্ষে রাকিব উদ্দিনকে ৭০ হাজার টাকা, সেলিম এন্ড ব্রাদার্স’র ওয়াহিদুজ্জামানকে ৮০ হাজার টাকা ও কেবিএম-২’র রাকিব উদ্দিন কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।