বিজনেসটুডে২৪ প্রতিনিধি
খাগড়াছড়ি: দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই মুদি দোকানদারকে আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।
৩১জানুয়ারি (সোমবার) সকালে উপজেলার মধ্য বেতছড়ি (গোরস্থান পাড়া)’র ক্ষতিগ্রস্ত মুদি দোকানদার সাইদুল ইসলাম ও আসাদুল ইসলামকে দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করেন জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন সুহৃদ শুভানন।
তিনি বলেন, দীঘিনালা জোন সর্বদা পাহাড়ের জনসাধারণের যেকোন ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি৷
উল্লেখ্য, গত ২ জানুয়ারি রাতে আকস্মিকভাবে আগুন লেগে পাশাপাশি দুটি মুদি দোকানের যাবতীয় জিনিষপত্রসহ দোকানগুলো পুড়ে যায়। আয়ের একমাত্র উৎস নিঃশেষ হওয়ায় ছেলেমেয়েদের স্কুলে ভর্তি, পড়ালেখার খরচ ও সংসার চালানো উভয়ের জন্য দুর্বিষহ হয়ে পড়ে। বিষয়টি দীঘিনালা সেনা জোনের দৃষ্টিগোচর হলে তাদের পাশে এসে দাঁড়ায়।
আর্থিক সহায়তা পেয়ে উভয়েই বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷