Home সারাদেশ দীঘিনালায় আত্মরক্ষামূলক প্রশিক্ষণার্থীরা পেল ইউনিফর্ম

দীঘিনালায় আত্মরক্ষামূলক প্রশিক্ষণার্থীরা পেল ইউনিফর্ম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি
খাগড়াছড়ি: দীঘিনালার ৩১ আত্মরক্ষামূলক প্রশিক্ষণার্থীর মাঝে পোশাক সামগ্রী বিতরণ করেছে দীঘিনালা সেনা জোন।
৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে উপজেলার নয়মাইল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে  অধ্যয়নরত ৩১ প্রশিক্ষণার্থীর মাঝে দীঘিনালা জোন অধিনায়কের পক্ষে পোশাক সামগ্রী বিতরণ করেন জোনাল ষ্টাফ অফিসার লেফটেন্যান্ট রাইয়ান আহমেদ অর্ণ।
নয় মাইল ত্রিপুরা পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় দীঘিনালা জোনের সার্বিক সহায়তায় ২০১১ সালে স্থাপিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রত্যন্ত এই এলাকার শিক্ষার্থীরা মাধ্যমিক পর্যায়ে পড়ালেখার সুফল ভোগ করছে। পিছিয়ে পড়া এই সমাজ ব্যাবস্থায় নারীর ভূমিকা, ক্ষমতায়ন ও নিজের অধিকার প্রতিষ্ঠার লক্ষে চলতি বছরে ১ বছর ব্যাপী আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ করা হয়। ১৬০ জন শিক্ষার্থীর মধ্য থেকে ৩১ জন শিক্ষার্থীকে নিয়ে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ শুরু হলেও নির্দিষ্ট পোষাক না থাকায় প্রশিক্ষণ পরিচালনায় বিঘ্ন ঘটে। স্কুল পরিচালনা কমিটি কিংবা নিজস্ব অর্থায়নে পোষাক সরবরাহ দুঃসাধ্য হয়ে পড়ে। বিষয়টি  দৃষ্টিগোচর হলে দীঘিনালা জোন প্রশিক্ষণার্থীদের পাশে এসে দাঁড়ায়।
দীঘিনালা সেনা জোনের জোনাল ষ্টাফ অফিসার লেফটেন্যান্ট রাইয়ান আহমেদ অর্ণ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের জনসাধারণের সকল প্রকার সহযোগিতায় এগিয়ে এসেছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।