বিজনেসটুডে২৪ প্রতিনিধি
খাগড়াছড়ি: দীঘিনালার বোয়ালখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ মামলায় ১০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
৩ এপ্রিল (রবিবার) দুপুরে বোয়ালখালি বাজারে মুদির দোকান,সিলিন্ডার গ্যাস খুচরা ও পাইকারি বিক্রয়ের দোকান এবং ইফতার বিক্রয়কারি একটি হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ফাহমিদা মুস্তফা।
তিনি জানান, মূল্য তালিকা না থাকা,ধার্য মূল্যের অধিক দামে পণ্য বিক্রয়,অনুমোদনহীন সেমাই বিক্রয় ও বিষাক্ত এমোনিয়া পাওয়া ইত্যাদি কারণে ৬টি পৃথক মামলায় ১০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।তাছাড়া অনুমোদন হীন ৫৬প্যাকেট সেমাই এবং বিষাক্ত এমোনিয়া বাজেয়াপ্ত করে স্পটে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।