Home অন্যান্য দীর্ঘজীবী প্রাণী রউঘে রকফিশ

দীর্ঘজীবী প্রাণী রউঘে রকফিশ

বিজনেসটুডে২৪ ডেস্ক:

রউঘে রকফিশ সমুদ্রের নিচে, পাথুরে এলাকায় বাস করে। এরা ২০৫ বছর পর্যন্ত বেঁচে থাকে। লিঙ্গভেদে এই প্রাণীর গড়নে কোনো পার্থক্য হয় না। গায়ের রং গোলাপি, রোদে পোড়া বাদামির সংমিশ্রণে হয়ে থাকে। বিশাল মুখের জন্য বেশ জনপ্রিয় রউঘে রকফিশ।

এই বিশাল মুখ এদের শিকার করতে এবং শ্বাস-প্রশ্বাসে সাহায্য করে। অনেক সময় এদের গায়ে গাঢ় বাদামি ছোপ দেখা যায়। এ ছাড়া এদের চোখ ও পাখনা আছে, সেই সঙ্গে চোখের নিচে কিছু কাঁটাও আছে।

এদের খাদ্যতালিকায় প্রাথমিকভাবে চিংড়ি থাকলে এরা নানা জাতের মাছ, কাঁকড়াসহ অন্যান্য জলজ প্রাণীও খেয়ে থাকে। ফেব্রুয়ারি থেকে জুন এবং অক্টোবর থেকে জানুয়ারি হচ্ছে এদের বংশবিস্তারের সময়।