বিজনেসটুডে ২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: আসন্ন দুর্গাপূজায় সুবিধাবঞ্চিত হিন্দুধর্মাবলম্বী শিশুদের আনন্দ দিতে প্রতিবারের মতো এবারও দুই টাকায় পুজার কাপড়ের দোকান খুলেছে যাত্রী ছাউনী নামের সামাজিক সংগঠন। পুরাতন কালুরঘাটস্থ তারানন্দ মহাকালী আশ্রম মাঠে এই দোকান। পছন্দ করে পুজার কাপড় কিনতে ভিড় জমাচ্ছে শিশুরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা ফরহাদ জিসান বলেন, আমরা সবাই ঈদে সুবিধাবঞ্চিত বাচ্চাদের কাপড় দিলেও হিন্দুধর্মাবলম্বী সুবিধাবঞ্চিত বাচ্চারা দুর্গাপূজায় কারও কাছে কিছুই পায় না। মূলত তাদের আনন্দ দেওয়ার জন্য এই দোকান।
দুই টাকা নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফ্রিতে দিলে বাচ্চারা করুণার পাত্র মনে করতে পারে। তাই নিজেদের টাকায় পোশাক কিনার আনন্দ দিতেই দুই টাকা নেওয়া।
সংগঠনের প্রধান উপদেষ্টা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার বিজয় বসাক বলেন “বাচ্চারা দুই টাকা দিয়ে নিজের পছন্দের কাপড় কিনে যতটা খুশি হয়েছে দ্বিগুণ খুশি আমরা হয়েছি তাদের আনন্দ মাখা মুখ দেখে। আমরা যাত্রী ছাউনি এই দুই টাকার দোকান ঈদে এবং শীত আসার শুরুতেও করে থাকি। সব ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরে আমরা শীতের ইভেন্ট ” দুই টাকায় উষ্ণতা” করবো”।
সংগঠনের উপদেষ্টা বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, দেশ টেলিভিশনের বিভাগীয় প্রধান আলমগীর সবুজ, সিএমপি বায়েজিদ জোনের সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী শফিউল আজমসহ সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও সদস্যরা দোকানি হিসেবে উপস্থিত ছিলেন।