ঢাকা: সাভারে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই নারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪ এর একটি দল। এ সময় ২০ জনকে উদ্ধার করা হয়।
সোমবার (০৪ জানুয়ারি) সকালে র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এরা হলো- শাহারা বানু (৩৫), মশিউর রাহমান (২১), রবিউল ইসলাম রবি (২১) ও সাবিনা ইয়াসমিন (১৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে সাভারের আনন্দপুর এলাকায় প্রজন্ম ফোর্স লিমিটেড নামে প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে ২০ জনকে উদ্ধার করা হয়। জব্দ করা হয় বিভিন্ন কাগজপত্র।
গ্রেপ্তারকৃতদের সাভার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
-বিজনেসটুডে২৪ ডেস্ক