বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: শাহজালাল ইসলামী ব্যাংক ও ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২১ সালের হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
শাহজালাল ইসলামী ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ৫ শতাংশ বোনাস।
আর ব্যাংক এশিয়া শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। ২০২১ সালের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশের সুপারিশ করেছে পরিচালনা পর্ষদ।
২০২১ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শাহজালাল ইসলামী ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫২ পয়সা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৭ পয়সা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ এপ্রিল।
২০২১ সালের হিসাব বছর শেষে ব্যাংক এশিয়ার সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৪ পয়সা। আর ২০২১ সালের ৩১ ডিসেম্বর ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৩৩ পয়সা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য ব্যাংক এশিয়ার বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণে ব্যাংকটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ এপ্রিল।