Home আইন-আদালত ৫ দিনের রিমান্ডে ইরফান ও জাহিদ

৫ দিনের রিমান্ডে ইরফান ও জাহিদ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: অস্ত্র ও মাদক আইনে পৃথক দুই মামলায় সাংসদ পুত্র ইরফান সেলিম ও তাঁর দেহরক্ষী জাহিদকে পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।

রবিবার (৮ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলামের আদালতে অস্ত্র মামলার শুনানি শেষে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে মাদক মামলার শুনানি শেষে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ইরফানের আইনজীবী শ্রী প্রাণ নাথ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু জামিনের বিরোধিতা করে রিমান্ডের জোর দাবি জানান।

২৯ অক্টোবর ইরফান সেলিম ও তাঁর দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে চকবাজার থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুই মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন। আদালত শুনানির জন্য ৮ নভেম্বর দিন ধার্য করেন।