Home Third Lead দু’টি ভ্যাকসিন মেশালে বাড়ছে প্রতিরোধ ক্ষমতা:সমীক্ষা

দু’টি ভ্যাকসিন মেশালে বাড়ছে প্রতিরোধ ক্ষমতা:সমীক্ষা

উমিয়া ইউনিভার্সিটি

বিজনেসটুডে২৪ ডেস্ক

সুইডেনের অনেক নাগরিককে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার একটা ডোজ নেওয়ার পরে দেওয়া হয়েছিল এমআরএনএ ভ্যাকসিনের আর একটি ডোজ। পরে দেখা যায়, যাঁরা অ্যাস্ট্রাজেনেকার দু’টি ডোজ নিয়েছিলেন, তাঁদের তুলনায় অন্যদের শরীরে অধিক প্রতিরোধ ক্ষমতার জন্ম হয়েছে। সুইডেনে একসময় নিরাপত্তার জন্য ৬৫ বছরের কমবয়সীদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া বন্ধ করা হয়। ইতিমধ্যে যাঁরা অ্যাস্ট্রাজেনেকার একটি ডোজ নিয়েছিলেন, তাঁদের দ্বিতীয় ডোজ হিসাবে দেওয়া হয় এমআরএনএ টিকা।

সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার নর্ডস্টর্ম বলেন, ভ্যাকসিন না নেওয়ার চেয়ে কোনও স্বীকৃত ভ্যাকসিন নেওয়া ভাল। একটি ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়ার চেয়ে দ্বিতীয় ডোজ হিসাবে এমআরএনএ ভ্যাকসিন নেওয়া আরও ভাল। পরে তিনি বলেন, সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা অ্যাস্ট্রাজেনেকার মতো ভেক্টর বেসড ভ্যাকসিনের দু’টি ডোজ নিয়েছিলেন তাঁদের তুলনায় যাঁরা একটি ভেক্টর বেসড ভ্যাকসিন ও অপরটি এমআরএনএ ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের শরীরে বেশি প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। সুইডেনের পাবলিক হেলথ এজেন্সিকে উদ্ধৃত করে এখবর জানিয়েছে ল্যানসেট ম্যাগাজিন।

সুইডেনে মোট ৭ লক্ষ মানুষের ওপরে সমীক্ষা করা হয়েছিল। তাতে দেখা যায়, যাঁরা অ্যাস্ট্রাজেনেকার একটি ও ফাইজারের আর একটি ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের প্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় ৬৭ শতাংশ বেশি। যাঁরা অ্যাস্ট্রাজেনেকার একটি ও মোডার্নার আর একটি ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের করোনা প্রতিরোধ ক্ষমতা যাঁরা ভ্যাকসিন নেননি তাঁদের তুলনায় ৭৯ শতাংশ বেশি।