বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: রাজধানীর রেডিশন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আজ রবিবার শুরু হচ্ছে দু’দিনের বিনিয়োগ সম্মেলন। সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিদেশি বিনিয়োগ টানতে আয়োজিত এই সম্মেলনে সাড়ে ৩ হাজার অতিথি অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। তাদের বড় অংশ যুক্ত হবেন ভার্চুয়ালি। বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা), বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি (বেপজা), বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি (বিএইচটিপিএ), পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এই সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের কাছ থেকে শতকোটি ডলার বিনিয়োগ আশা করা হচ্ছে।
বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধূ শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ‘বাংলাদেশ ডিসকভার লিমিটলেস অপারচুনিটিজ’ হিসেবে এই সম্মেলনের স্লোগান নির্বাচিত হয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত, তুরস্ক, থাইল্যান্ড, মালয়েশিয়া, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধি ও বিনিয়োগকারীরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। স্থানীয় নীতিনির্ধারক, বিনিয়োগকারী ও অর্থনীতিবিদরাও সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছে বিডা। সব মিলিয়ে সম্মেলনে সাড়ে তিন হাজার অতিথি অংশগ্রহণ করবেন, যার মধ্যে ৩ হাজার অতিথি ভার্চুয়ালি যুক্ত হবেন।