বিজনেসটুডে২৪ ডেস্ক
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য সোমবার বসছে দেশটির জাতীয় পরিষদের অধিবেশন। দেশটির স্থানীয় সময় আজ দুপুর ২টায় অধিবেশন বসার কথা রয়েছে।
নতুন প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে শামিল হয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান ও সদ্য বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। অন্যদিকে ইমরানবিরোধীদের পক্ষে এ পদে লড়ছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শেহবাজ শরিফ।
ডনের খবরে বলা হয়, রবিবার দুপুরে কোরেশি ও শেহবাজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পাকিস্তানের জাতীয় পরিষদ সচিবালয় জানিয়েছে, প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল, নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ১১ এপ্রিল স্থানীয় সময় বেলা ১১টায় জাতীয় পরিষদের অধিবেশন শুরু হবে। পরে এ সময় পরিবর্তন করা হয়। এখন ১১ এপ্রিল বেলা দুইটায় অধিবেশন শুরু হবে।
এদিকে, সরকার ‘ফেলে দেওয়ার’ প্রতিবাদে রবিবার ইমরানের তেহরিক ই ইনসাফ পার্টির কর্মীরা পাকিস্তানের নানা শহরে মিছিল বার করেন।
সোমবার সকালেই ইমরান জনগণের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে বললেন, এত মানুষ তাঁর পক্ষ নিয়ে রাস্তায় নামবেন তিনি ভাবতেই পারেননি।পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান টুইট করে বলেন, “আমেরিকার মদতে দেশে নতুন সরকার গড়ার চেষ্টা হচ্ছে। স্থানীয় মির জাফররা বিদেশীদের সাহায্য করছে। দেশে ও বিদেশে যে পাকিস্তানিরা আছেন, তাঁরা মির জাফরদের প্রত্যাখ্যান করেছেন। মার্কিন মদতপুষ্ট সরকারের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন।”পরে ইমরান লেখেন, “পাকিস্তানের ইতিহাসে আগে কখনও এত বেশি সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানাননি। তাঁরা বিদেশ থেকে আমদানি করা সরকারকে প্রত্যাখ্যান করেছেন।”রবিবার ইমরান বলেন, “বিদেশী শক্তি পাকিস্তানে জমানা বদলের চেষ্টা করছে। তার বিরুদ্ধে আজ থেকে শুরু হল স্বাধীনতা সংগ্রাম”। পরে তিনি বলেন, “পাকিস্তানের মানুষ সব সময় গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করেছেন।”অপর একটি টুইটে ইমরান লেখেন, “১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হয়। কিন্তু বিদেশী শক্তি এখন দেশে সরকার পরিবর্তনের চেষ্টা করছে। তার বিরুদ্ধে ফের স্বাধীনতা সংগ্রাম শুরু করতে হবে।”রবিবার তেহরিক ই ইনসাফ পার্টির মুখপাত্র ফাওয়াদ চৌধুরি জানান, কবে কোথায় বিক্ষোভ সমাবেশ করা হবে। এদিন ইসলামাবাদ শহরের ‘জিরো পয়েন্টে’ ইমরানের সমর্থকরা জড়ো হন। তাঁরা তেহরিক ই ইনসাফ পার্টির পতাকা নিয়ে আসেন ও ইমরানের সমর্থনে স্লোগান দেন।