শেয়ারবাজারকে শক্তিশালী করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি দুবাইতে রোড শো আয়োজন করেছে।
মঙ্গলবার (০৯ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুবাইয়ের পাঁচ তারকা হোটেল পার্ক হায়াতে চার দিনব্যাপী রোড শো শুরু হয়।
শেয়ারবাজারকে শক্তিশালী ও গতিশীল করতে প্রবাসীদের অংশগ্রহণ আরও বাড়াতে দুবাইতে রোড শো আয়োজন করে বিএসইসি। এতে প্রবাসীরা কিভাবে শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগ করতে পারে এবং বিনিয়োগের সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।
রোড শো’য়ে অংশ নিয়ে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, প্রবাসীরা বিনিয়োগের জন্য জায়গা খুঁজে পায় না অনেক সময়। বুঝতে পারে না প্রবাসীরা কোথায় বিনিয়োগ করবে। তাদের পরামর্শ সহায়তা দেয়া গেলে প্রবাসীদের সুনিশ্চিত বিনিয়োগের পরিবেশ তৈরি হবে।
বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, আমাদের মনে হয়ে বাংলাদেশের পরিচিতির জায়গায় একটু দুরত্ব রয়ে গেছে। আমরা এখানে এসেছি এ ধরনের প্রচারণা মাধ্যমে সঠিক বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয় নিয়ে। সবসময় বাংলাদেশ নিয়ে একটা প্রোপাগান্ডা, নেতিবাচক প্রচারণা আমরা খেয়াল করেছি। আমরা চাচ্ছি ইতিবাচক বাংলাদেশকে তুলে ধরতে।
চার দিনব্যাপী এই রোড শো’য়ের প্রথমদিনের আলোচনা ছিল ‘ইনভেস্টর সামিট বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট’ বিষয়ে। দ্বিতীয় দিনের আলোচনায় ‘নিউ ইনভেস্টর অপরচুনিটি ইন বাংলাদেশ’।
তৃতীয় দিনে আলোচনা হবে ‘স্কোপ অফ ইকুইটি এন্ড ভেঞ্চার ক্যাপিটাল ইনভেসমেন্ট ইন বাংলাদেশ’ বিষয়ে।
দুবাইয়ের ব্যবসায়ী উদ্যোক্তারা জানান, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এই উদ্যোগে সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসী ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবেন।
প্যান এশিয়া মিডিয়া লিমিটেডের নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, অনেকে প্রশ্ন করছেন করোনাকালে কেন এসব প্রচারণা। আমরা বলছি, বিনিয়োগের এটাই সেরা সময়। বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে তারা যে তথ্য উপাত্য উপস্থাপন করেছেন তা অত্যন্ত পেশাদারিত্বমূলক, খুবই ভালো। আমি চাই এ প্রক্রিয়া যাতে থেমে না যায়। সামনে যাতে এ ধরনের প্রচারণা আরও আয়োজন করা হয়। বছরে দু’তিনটা রোড শো বিশ্বের বিভিন্ন জায়গায়া করা উচিৎ। যাতে নেটওয়ার্ক শক্তিশালী হয়।
এনআরবি এসোসিয়েশন বাংলাদেশের চেয়ারম্যান মাহফুজুর রহমান নাসির সিআইপি বলেন, এ আয়োজনের মাধ্যমে প্রবাসীরা আরও ব্যাপকভাবে বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ সম্পর্ক জানতে পারছে। এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।
বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট আরও শক্তিশালী করতে অন্যান্য দেশেও রোড শোর আয়োজন করা হবে বলে জানান তারা।