মিঠুন সাহা, (পানছড়ি), খাগড়াছড়ি থেকে: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে। যেখানে অন্যায় হয় সেখানে প্রতিবাদ করতে হবে । শিশুশ্রম, বাল্যবিবাহ,জুলুমকারী সহ মানবাধিকার লঙ্ঘন হয় এমন সবকিছুতে প্রতিবাদী ভূমিকা রাখতে হবে। তবেই সমাজে শান্তি প্রতিষ্ঠা পাবে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন পানছড়ি উপজেলা শাখার নবগঠিত সদস্যদের শপথ গ্রহণ ও পরিচিত সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও আঞ্চলিক সমণ্বয়কারী এডভোকেট মহিউদ্দিন কবীর ।
১৯ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ১১ টার সময় বাংলাদেশ মানবাধিকার কমিশন BHRC’র পানছড়ি উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে শপথ গ্রহণ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির সভাপতি হারুনর রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও আঞ্চলিক সমণ্বয়কারী এডভোকেট মহিউদ্দিন কবির।
আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা শাখার সহ সভাপতি মোঃআবদুল্লাহ (সেলিম), মোঃআবুদল হাসেম, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন পানছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শিবু জয় ত্রিপুরা, সহ সভাপতি মনিরুজ্জামান, বাদশা কুমার ত্রিপুরা, মোঃমতিউর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক অপুর্ব কুমার ত্রিপুরা, বন কুমার দে, অর্থ সম্পাদক মোঃশাহ আলম, প্রচার সম্পাদক মিঠুন সাহা, দপ্তর সম্পাদক মোছাঃতাছলিমা আক্তার প্রমুখ ।
অনুষ্ঠান শেষে সকল সদস্যদের পরিচয় পত্র গলায় ঝুলিয়ে দেওয়া হয়।