Home আইন-আদালত দুর্নীতির মামলায় অধ্যক্ষ জেল হাজতে

দুর্নীতির মামলায় অধ্যক্ষ জেল হাজতে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

রাজশাহী: দুর্নীতির মামলায় সরকারি কলেজের অধ্যক্ষ গেলেন জেল হাজতে।

তিনি গোদাগাড়ি সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান।

রাজশাহী জেলা জজ  মীর শফিকুল ইসলাম সোমবার  ১৯ অক্টোবর জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ আবদুর রহমানকে।

২০১৮ সালে উপাধ্যক্ষ মো. উমরুল হক অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র স্পেশাল ট্রাইবুনাল ও রাজশাহী দায়রা জজ আদালতে মামলা করেন (মামলা নং ৭/২০১৮)।

বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে দুদক রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপর তদন্ত ভার অর্পণ করেন।

রাজশাহী জেলা দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক মো. আলমগীর হোসেন মামলাটি তদন্ত করেন। তদন্তে অধ্যক্ষ আব্দুর রহমান কর্তৃক কলেজ একাউন্টের ৭২ লক্ষ ৪২ হাজার ৭৩০ টাকা অত্নসাতের প্রমাণ পাওয়া গেছে।

অধ্যক্ষ আব্দুর রহমানের শ্যালক সেলিম হাসান অন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকলেও গোদাগাড়ী কলেজে তার পূর্বের যোগদান বহাল রাখেন। এবং তাকে সরকারি কলেজের শিক্ষক করার মানসে সেলিম হাসানের কাগজপত্র প্রেরণ করেন।

এছাড়াও তিনি মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক তারেক আজিজকে নিয়োগ দেওয়ার জন্য চেকের মাধ্যমে ৯ লক্ষ গ্রহণ করেন ফলে দুদকের তদন্তে আব্দুর রহমানের ঘুষ নেবার বিষয়টি প্রমাণিত হয়েছে।

বাংলা বিভাগের প্রভাষক মনিরুল ইসলাম তার কাছে থেকে ৮ লক্ষ টাকা ঘুষ গ্রহণ করা হয়েছে মর্মে ফৌজদারি কার্যবিধি ১৬১ ধারায় দুদকের নিকট জবানবন্দি প্রদান করেছেন।

দুদক সূত্র জানায়, এতদিন অধ্যক্ষ আবদুর রহমান পলাতক ছিলেন।  সোমবার মামলার শুনানির নির্ধারিত দিনে তিনি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।