Home First Lead দু’সপ্তাহের মধ্যে করোনা টেস্ট মা-শিশু হাসপাতালে

দু’সপ্তাহের মধ্যে করোনা টেস্ট মা-শিশু হাসপাতালে

  • শনিবার  করোনা ইউনিটের ভার্চুয়াল উদ্বোধন
  • ল্যাবের জন্য ৮০ লাখ টাকা দিলেন এক ব্যবসায়ী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন স্তরের মানুষ যখন চিকিৎসার জন্য হাসপাতালের পর হাসপাতালে গিয়ে ব্যর্থ হয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, ঠিক তখন স্বেচ্ছাসেবী, জনহিতকর ও স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান মা-শিশু ও জেনারেল হাসপাতাল শনিবার থেকে শুরু করছে করোনা চিকিৎসা সেবা।

করোনা ভাইরাস পরীক্ষার পলিমারি  চেইন রিএ্যাকশন (পিসিআর) ল্যাব চালু হবে দু’সপ্তাহের মধ্যে।

হাসপাতালের কার্যনির্বাহি কমিটির ট্রেজারার রেজাউল করিম আজাদ জানিয়েছেন,  অত্যাধুনিক পিসিআর ল্যাব বসানোর জন্য নগরীর একজন ব্যবসায়ী ৮০ লাখ টাকা অনুদান দিয়েছেন। কয়েকদিন আগে তিনি ৮ লাখ টাকা প্রদান করেন করোনা ইউনিটের জন্য। শনিবার পিসিআর মেশিনের জন্য অর্ডার দেয়া হবে। পরিপূর্ণ ল্যাব স্থাপনে সপ্তাহ দু’য়েক সময় লাগতে পারে । এই ল্যাব না হওয়া পর্যন্ত বিশেষ ব্যবস্থায় আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে রোগীদের করোনা টেস্ট করা হবে। অর্থাৎ করোনা টেস্ট করিয়ে আসার কথা বলে কোন রোগীকে ফেরত পাঠানো হবে না।

শনিবার বেলা ১২ টায় ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি এবং চট্টগ্রাম-১১ আসনের এমপি এম আবদুল লতিফ।

করোনা চিকিৎসা সেবায় নগরীতে এই প্রথম কোন বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে এলো। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পর বৃহত্তম স্বাস্থ্যসেবা কেন্দ্র এটা। এখানে  প্রস্তুত করা হয়েছে ভেন্টিলেটরযুক্ত আইসিইউ, অত্যাধুনিক সুযোগ-সুবিধার আইসোলেশন  এবং ৩০ শয্যার ফ্লু কর্নার। স্বল্প সময়ের মধ্যে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কাল আনুষ্ঠানিকভাবে করোনা ইউনিট চালু হলেও প্রকৃতপক্ষে আরও কয়েকদিন আগে থেকে সেখানে চলছে করোনা চিকিৎসা সেবা। করোনা আক্রান্ত বেশ ক’জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।