চলমান কঠোর লকডাউনে কর্মহীন দরিদ্র ও অসহায় ব্যক্তিদের মধ্যে বিতরণের জন্য বিজিএমইএ বৃহস্পতিবার ট্টগ্রামের খুলশীস্থ আঞ্চলিক কার্যালয়ে জেলা প্রশাসক, চট্টগ্রাম-এর প্রতিনিধি আ.স.ম জামশেদ খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-এর নিকট বিজিএমইএ’র পক্ষ থেকে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছে।
এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক এম. আহসানুল হক ও বিজিএমইএ’র কর্মকর্তাবৃন্দ ।
ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে বিজিএমইএ দেশের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়নসহ শ্রমিকদের পরিবারের জন্য বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করছে। কভিড-১৯ পরিস্থিতিতে চলমান লকডাউনে জীবন-জীবিকার স্বার্থে দুস্থ ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিজিএমইএ ত্রাণসামগ্রী বিতরণসহ স্বাস্থ্য বিধি প্রতিপালনে বিভিন্ন কর্মসূচী চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে বিতরণের জন্য বিজিএমইএ চট্টগ্রাম জেলা প্রশাসনকে ত্রাণ সামগ্রী হস্তান্তর করতে পেরে আনন্দিত। করোনাকালীন বিপর্যস্ত অর্থনৈতিক পরিস্থিতিতে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসার জন্য তিনি ব্যবসায়ীসহ সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহবান জানান।-সংবাদ বিজ্ঞপ্তি