- দুপুর সোয়া ১২ টায় বসানো হয়েছে ৩৩তম স্প্যান
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৪ হাজার ৯৫০ মিটার। অর্থাৎ প্রায় ৫ কিলোমিটার। সোমবার (১৯ অক্টোবর ) দুপুর সোয়া ১২ টায় বসানো হয়েছে ৩৩তম স্প্যান ওয়ান-সি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে ৩ ও ৪ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে এই স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর প্রায় ৫ কিলোমিটার।
সকালে মুন্সীগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানকে বহন করে রওনা দেয় ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতাসম্পন্ন ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেনটি। প্রায় এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সেতুর ৩ ও ৪ নম্বর পিলারের কাছে পৌঁছায়।
পদ্মা সেতু প্রকল্পের প্রকৌশলীরা জানান, পদ্মাসেতুতে বসানো বাকি রয়েছে ৮টি স্প্যান। যা বসবে আরও ৯টি পিলারের ওপর, এগুলো হলো-১, ২, ৮, ৯, ১০, ১১, ১২।
স্প্যানগুলো মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রস্তুত রয়েছে।
১১ অক্টোবর পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসানো হয়।
২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।