Home চট্টগ্রাম দৃষ্টিকোণ-এর উদ্যোগে উত্তর সরেঙ্গায় ফ্রি ব্লাড ক্যাম্পেইন

দৃষ্টিকোণ-এর উদ্যোগে উত্তর সরেঙ্গায় ফ্রি ব্লাড ক্যাম্পেইন

চট্টগ্রাম: দৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর পরিচালনায় ২০ জুলাই দিনব্যাপী আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পিএসসি ব্যাচ ২০১৩ এর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উত্তর সরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ সরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এতে উপস্থিত ছিলেন মুহাম্মদ আজগর, জুবাইর হাসান, মুহাম্মদ রবিউল ইসলাম রাজু, মনিরুল ইসলাম, মুহাম্মদ সিফাত প্রমুখ।

এসময় দৃষ্টিকোণ সভাপতি মুহাম্মদ নূরনবী সাহেদ সময়ের প্রয়োজনে ব্লাড গ্রুপ নির্ণয় করে জেনে রাখা আবশ্যক বলে মন্তব্য করেন এবং সকলকে ব্লাড গ্রুপ জেনে নিয়ে সচেতন হওয়ার আহবান জানান।

-সংবাদ বিজ্ঞপ্তি