এমরান হোসেন, জামালপুর থেকে: দেওয়ানগঞ্জে ২০২১-২২ ইং অর্থ বছরে আধুনিক খাদ্য সংরক্ষণ প্রকল্পের আওতায় পারিবারিক সাইলো (মটকা) বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার বাহাদুরাবাদ, চিকাজানি ও চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে এসব বিতরণ করা হয়।
বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাকিরুজ্জামান রাখালের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, উপজেলা খাদ্য কর্মকর্তা সাহীনা আক্তার, ইউপি সদস্য ও সুবিধাভোগীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে ৫১০টি, চিকাজানি ইউনিয়নে ৪৪০টি, চুকাইবাড়ী ইউনিয়নে ৩৯০টি পারিবারিক সাইলো বিতরণ করা
মুজিববর্ষকে সামনে রেখে দুর্যোগপ্রবণ এলাকায় পরিবার পর্যায়ে খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে তিন লাখ পারিবারিক সাইলো (মটকা) বিতরণের কর্মসূচি রয়েছে সরকারের।
সরকার ইতিপূর্বেও দুর্যোগপ্রবণ ১৯ জেলার ৬৩ উপজেলার ৫ লাখ দরিদ্র পরিবারের মধ্যে মাত্র ৮০ টাকা মূল্যে পারিবারিক সাইলো বিতরণ করেছে।
জানা গেছে, ২০১৮ সালের ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঝালকাঠি জেলা সদর, কাঁঠালিয়া ও নলছিটি উপজেলায় পারিবারিক সাইলো বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।